খেলা ডেস্ক
জুলাই ১৬, ২০২৩
০৯:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২৩
১০:০৬ পূর্বাহ্ন
নারী ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ নিলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৫২ রান করেও মারুফা আক্তার আর রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১১৩ রানে আটকে দিয়ে ৪০ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। মারুফা আক্তার ২৯ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ ম্যাচে এসে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আগামী বিশ্বকাপের বাছাই নারী চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচে এটাই প্রথম জয়।
মেঘলা আবহাওয়ায় টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিঙে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক ১৬তম ওভারে বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা আবার শুরু হলে ওভার কমিয়ে আনা হয় ৪৪ ওভারে। বাংলাদেশ ৪৩ ওভারে গুটিয়ে যায় ১৫২ রানে। বৃষ্টি আইনে ভারতের সামনে টার্গেট দাড়ায় ১৫৪।
কম পুজিতেও দারুণ বোলিং-ফিল্ডিঙে ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খানের বোলিঙের কোনো জবাব খুজে পায়নি অতিথিরা। ১৭তম ওভারে ৬১ রানের ভেতর ভারতের অর্ধেক উইকেট তুলে নেন মারুফারা।
এরপর দীপ্তি শর্মা অভিষিক্ত আমানজৎ কউরকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ২৯তম ওভার মারুফা আমানজৎ ও স্নেহ রানাকে তুলে নিলে আর দাড়াতে পারেনি ভারত। ৩৬তম ওভারে পঞ্চম বলে বারেড্ডি অনুসাকে রানআউট করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
এর আগে বাংলাদেশের উদ্বোধনী জুটিটাও ভেঙেছিল রানআউটে। ১৮ বলে কোনো রান না করেই আউট হন শারমিন আক্তার। পরের ওভারে আউট হয়ে যান আরেক ওপেনার মুর্শিদা খাতুন। এরপর দলের হাল ধরেন নিগার ও ফারজানা। দুজনে মিলে গড়েন ৪৯ রানের জুটি। সেই জুটি ভাঙেন আমানজৎ।
উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৫ বলে ৫ চারে ২৭ রান করেন ফারজানা। পরে রিতু মনির সঙ্গে আরেকটি জুটি গড়েন নিগার। কিন্তু সেটি দীর্ঘ হয়নি। তার আগেই রিতু ফিরে যান দেবিকা বৈদ্যের শিকার হয়ে। ৮১ রানে ৪ উইকেট হারানোর পর রাবেয়া খানকে নিয়ে নিগার গড়েন ২২ রানের জুটি। সেই জুটি ভাঙে টাইগ্রেস অধিনায়কের বিদায়ে। তার ব্যাট থেকে আসে ৩৯ রান। ৬৪ বলে ৩ চারে সাজানো ছিল তার ইনিংসটি।
অধিনায়কের বিদায়ের পর শুরু হয় যাওয়া আসার মিছিল। তবে শেষ বেলায় সুলতানা খাতুন ২০ বলে ১৬ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে দুটি চার। অন্যদিকে উইকেট আগলে রেখেছিলেন ফাহিমা খাতুন। ২৯ বল বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই অপরাজিত থাকেন ১২ রানে। অ্যাপেনডিক্স ব্যাথার জন্য হাসপাতালে যাওয়ায় অভিষিক্ত স্বর্ণা আক্তার ব্যাট করতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আমানজত কৌর। ৯ ওভারে ২ মেডেনসহ খরচা করেন ৩১ রান। এছাড়া এছাড়া দীপ্তি শর্মা তিন মেডেনসহ ২৬ রান খরচায় নেন ১ উইকেট। দুই উইকেট শিকার করেন দেভিকা বৈদ্য। সিরিজের পরের ম্যাচ হবে ১৯ জুলাই, বুধবার এই মাঠেই।