সন্ত্রাসবিরোধী মামলায় টাঙ্গুয়া হাওর থেকে ৩৪ বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩১, ২০২৩
০৯:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৩
০৯:৩৬ পূর্বাহ্ন



সন্ত্রাসবিরোধী মামলায় টাঙ্গুয়া হাওর থেকে ৩৪ বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও সাবেক ৩৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, তারা শিবির কর্মী, নাশকতার পরিকল্পনা করছিল।

রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। সোমবার (৩১ জুলাই) তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে।

পুলিশ সুপার মো. এহসান শাহ্ জানান, রবিবার বিকালে পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক হিসেবে আসা ৩৪ জনের একটি দল সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে। পরে সন্ধ্যায় হাওরের পাটলাই নদীর পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে নৌকার দুইজন স্টাফকেও আটক করা হয়েছে।

এএফ/০৪