তাহিরপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানি, আটক ২

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২৩
১০:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২৩
১০:১৮ পূর্বাহ্ন



তাহিরপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানি, আটক ২

সুনামগঞ্জের তাহিরপুরে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ভারতীয় পণ্যের একটি চালান আটক করেছে পুলিশ। এসময় এর সঙ্গে জড়িত ২ ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (২৮) ও শুক্কুর আলী (২৬)। দুজনই তাহিরপুর উপজেলার বাসিন্দা। 

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে নৌকা বোঝাই ভারতীয় পণ্যের চালানটি আটক করা হয়।

তাহিরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস বোঝাই একটি নৌকার গতিরোধ করা হয়। এসময় আমদানি সংক্রান্ত কাগজপত্র দেখাতে চাইলে তারা তা দেখাতে পারেনি।

পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিভিন্ন কসমেটিকস সামগ্রী বাংলাদেশে বাজারজাত করার উদ্দেশ্য নিয়ে আসার চেষ্টা করছিল। 

এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে।