জগন্নাথপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারালো দুই শিশু

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২৩
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২৩
০৯:০৩ অপরাহ্ন



জগন্নাথপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারালো দুই শিশু


সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলতে গিয়ে অসতর্কতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে প্রাণ হারালেন প্রীতম সরকার (৮) ও নিঝুম সরকার (৫) দুই ভাই-বোন। শনিবার (১৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রীতম ও নিঝুম একই গ্রামের নিখিল সরকারের সন্তান।

পুলিশ সূত্রে জানায়, খেলতে গিয়ে অসতর্কতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে ভাই-বোন। দুই শিশুর সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে প্রীতমের দেহ ভাসতে দেখেন। পরে পুকুরে খুঁজে নিঝুমের দেহও পাওয়া যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খেলতে গিয়ে অসতর্কতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে মারাযান দুই ভাই-বোন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


এসই/০৪