খেলা ডেস্ক
আগস্ট ২১, ২০২৩
১০:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২৩
১১:০৩ পূর্বাহ্ন
-ফাইল ছবি
এশিয়া কাপের আগ মুহূর্তে বাংলাদেশ দলে এলো দুঃসংবাদ। ইনজুরির কারণে পেসার ইবাদত হোসেন চৌধুরীর এশিয়া কাপে না খেলার সম্ভাবনাই বেশি। দারুণ ফর্মে থাকা এই পেসারের ইনজুরিটা পুরনো। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন।
এশিয়া কাপের দলে রাখা হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সোমবার গণমাধ্যমকে জানান, ইবাদত এখনো পুরোপুরি চোটমুক্ত নন। আগামীকাল মঙ্গলবার ফিজিওর রিপোর্ট পাওয়ার পর চুড়ান্ত সিদ্ধান্ত হবে। ইবাদতের জায়গায় এশিয়া কাপের দলে আসতে পারেন খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিব।
এর মাঝে সাকিব ছিলেন এশিয়া কাপের স্ট্যান্ডবাই দলে। আর খালেদ গত কয়েকদিন ধরেই এশিয়া কাপ স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছেন।
এশিয়া কাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।
এএফ/১০