সুনামগঞ্জের মাটিয়ান হাওরে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধান মিলেনি

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ২৮, ২০২৩
০২:০০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২৩
০৭:২০ অপরাহ্ন



সুনামগঞ্জের মাটিয়ান হাওরে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধান মিলেনি


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মাটিয়ান হাওড়ের বোয়ালমারার নামক এলাকায় এই নৌ-ডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দু'ব্যক্তির খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৫) ও মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪২)। এর মধ্যে শাহ আলম পেশায় একজন কৃষক ও আবুল ফয়েজ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিসে কাজ কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। 

জানা গেছে, তাহিরপুর সদর থেকে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওড়ের বোয়ালমারা এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা শাহ আলম ও আবুল ফয়েজ নিখোঁজ হোন।


এএইচএম-০১/এএফ-০৮