তাহিরপুর প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৩
০৬:০০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২৩
১১:২০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মাটিয়ান হাওড়ের বোয়ালমারার নামক এলাকায় এই নৌ-ডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দু'ব্যক্তির খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিখোঁজরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৫) ও মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪২)। এর মধ্যে শাহ আলম পেশায় একজন কৃষক ও আবুল ফয়েজ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিসে কাজ কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।