ধর্মপাশা প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৩
১১:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২৩
১১:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামনে থাকা গুরমার হাওর থেকে আজ সোমবার (২৮আগস্ট) বিকাল তিনটার দিকে উজ্জ্বল সরকার (২৫)নামের এক জেলের লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে গুরমার হাওরে মাছ শিকার করতে করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে মাছ শিকার করার কাজে ব্যবহৃত নৌকাটি ডুবে গেলে ওই জেলে নিখোঁজ হন।
উজ্জ্বলের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের মৃত যোগেশ সরকারের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমরান হোসেন বলেন, ‘উপজেলার গুরমার হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলে উজ্জ্বল সরকার (২৫) ওই হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। ময়মনসিংহ থেকে একদল ডুবুরি এসে সোমবার বিকেলে নিখোঁজ ওই জেলের লাশটি উদ্ধার করেছে। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ওই লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এসএ-০১/এএফ-১৮