এশিয়া কাপ শেষ লিটনের, শ্রীলঙ্কা যাচ্ছেন বিজয়

খেলা ডেস্ক


আগস্ট ৩০, ২০২৩
১০:১০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২৩
০১:১৭ অপরাহ্ন



এশিয়া কাপ শেষ লিটনের, শ্রীলঙ্কা যাচ্ছেন বিজয়

এশিয়া কাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। জ্বর থেকে সময় মতো সেরে না ওঠায় টুর্নামেন্টের এ আসরে খেলা হচ্ছে না লিটন কুমার দাসের। এই স্টাইলিশ ব্যাটারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে।

বুধবার থেকেই পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী দিনে মুলতানে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলবে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। পরদিন ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরেক স্বাগতিক শ্রীলঙ্কা। এ ম্যাচে যে লিটনকে পাওয়া যাবে না তা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এখন জানা গেল পুরো আসরেই খেলা হবে তার।

চোটের কারণে তামিম ইকবাল নেই। এর মধ্যে লিটন দাসের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ক্ষতির। কারণ ওপেনিং জুটি তাতে হয়ে পড়ল একেবারেই নড়বড়ে। আর এ কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ বিজয়কেই বিবেচনা করেছেন নির্বাচকেরা। তা ছাড়া লিটন উইকেটকিপার ব্যাটার, বিজয়ও তাই।

বিজয়কে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিসিবির বিবৃতিতে বলেছেন, ‘বিজয় ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ছিল এবং বাংলাদেশ টাইগার প্রোগ্রামে আমরা তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছিলাম। সে সব সময় আমাদের বিবেচনায় ছিল। যেহেতু লিটন খেলতে পারবে না, আমাদের এমন একজন টপ অর্ডার ব্যাটার দরকার ছিল, যে উইকেটকিপিংও করতে পারবে। বিজয় এ ক্ষেত্রে বিবেচিত হয়েছে।’

সবশেষ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন বিজয়। ১৬ ম্যাচে তিনটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান।

৩০ বছর বয়সী বিজয় এখন পর্যন্ত ৪৪ ওয়ানডে খেলে করেছেন ১২৫৪ রান। নামের পাশে তিনটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৫টি ফিফটি। ৫টি টেস্টের সঙ্গে ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন।

বিজয় সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে, চট্টগ্রামে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সিরিজে। আজই তার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

আরসি-০৩