খেলা ডেস্ক
আগস্ট ৩১, ২০২৩
০৪:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩১, ২০২৩
০৪:৩১ অপরাহ্ন
অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম আউট হলেন শূন্য রানে। ছবি: বিসিবি
মামুলি পুঁজি নিয়ে (১৬৪) বাংলাদেশের বোলাররা লড়াই করলেন। তবে তা যথেষ্ট হলো না ব্যাটারদের ব্যর্থতা সামলাতে। সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার দারুণ ফিফটিতে লক্ষ্য ছুঁয়ে ফেলল শ্রীলঙ্কা। ১১ ওভার বাকি থাকতে ৫ উইকেটের হারে এশিয়া কাপ শুরু করল সাকিব আল হাসানের দল।
বাংলাদেশকে হারিয়ে লঙ্কানরা পেল রেকর্ড গড়া জয়। এই নিয়ে টানা ১১টি ওয়ানডে জিতল তারা, যা তাদের ইতিহাসের সেরা। ৪৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সামারাবিক্রমা ও আসালাঙ্কার ১১৯ বলে ৭৮ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয় স্বাগতিকদের। সেই সঙ্গে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। এরপর ষষ্ঠ উইকেটে আসালাঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকার ৪৮ বলে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।
এই হারে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার পথটা দুরূহ হয়ে গেল বাংলাদেশের। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর বিকল্প নেই তাদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪২. ৪ ওভারে ১৬৪ (নাঈম ১৬, শান্ত ৮৯, সাকিব ৫, হৃদয় ২০, মুশফিক ১৩, মিরাজ ৫, শরিফুল ২*; থিকশানা ২/১৯, ধনঞ্জয়া ১/৩৫, পাথিরানা ৪/৩২, ওয়েলালাগে ১/৩০, শানাকা ১/১৬)।
শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫ (নিসাঙ্কা ১৪, মেন্ডিস ৫, সামারাবিক্রমা ৫৪, আসালাঙ্কা ৬২*, শানাকা ১৪*; তাসকিন ১/৩৪, শরিফুল ১/২৩, সাকিব ২/২৯, শেখ মেহেদী ১/৩৫)।
এএন/০১/০১০৯২৩