খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২৩
০৬:৫০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২৩
০৪:১৩ অপরাহ্ন
লাহোরে অনুশীলনের সময় ফুটবল নিয়ে মেতে উঠে টাইগাররা। ছবি- ক্রিকইনফো
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজ রবিবার বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প তো নেই, জিতলেও তাকিয়ে থাকতে শ্রীলঙ্কা-আফগান ম্যাচে। সবমিলিয়ে আফগানদের মুখোমুখি হওয়ার আগে টাইগারদের সঙ্গী আকাশ সমান চাপ। প্রথম ম্যাচে অভিষিক্ত তানজিদ হাসান তামিম ফিরেছেন শূন্য রানে। ভালো শুরু পেলেও উইকেট ছুড়ে দিয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। এরপরও আজ তাদের উপরেই ভরসা রাখছেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
তামিম ইকবাল চোটের কারণে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। শেষ মুহূর্তে ভাইরাস জ্বরে দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটন কুমার দাসও। ফলে নিয়মিত দুই ওপেনারকে ছাড়াই এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এই দুজনকে না পাওয়া দুর্ভাগ্যজনক হলেও দলে থাকা ওপেনারদের উপর আস্থা রাখতে চান হাথুরুসিংহে।
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। সেটা যেকোনো দলের জন্যই সত্যি। কিন্তু কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে। আরেকজন অসুস্থ। আমাদের দলে এখন যারা আছে, তাদের ওপর ভরসা রাখতে হবে। ওরা প্রতিভাবান, সে জন্যই ওরা দলে আছে।’
তবে একই সঙ্গে আজকের একাদশের পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন হাথুরু। টাইগারদের হেড কোচ বলেন, ‘আমরা মাত্রই এলাম। এখনো উইকেট দেখিনি। যদি উইকেট ভিন্ন হয়, তাহলে অবশ্যই আমরা ভিন্ন সমন্বয় নিয়ে ভাবব।’
গত জুলাইয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। আফগানদের বোলিং খেলা চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হবে বলে বিশ্বাস হাথুরুর। তিনি বলেন, ‘আফগানিস্তান বোলিং আক্রমণ অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে আমরা ওদের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছি। আমাদের খেলোয়াড়েরা কিছু সাফল্যও পেয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে আজ আমাদের সেরা খেলাটা খেলব।’
এএন/০৩