জগন্নাথপুরে কৃষকদের মাঝে ফল গাছের চারা বিতরণ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন



জগন্নাথপুরে কৃষকদের মাঝে ফল গাছের চারা বিতরণ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির  আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফল গাছের চারা, বিভিন্ন ধরনের সবজির বীজ, গবাদিপশুর কবল থেকে বাগান রক্ষায় বেড়া নির্মাণের নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কৃষকদের মাঝে গাছের চারা, সবজি বীজ ও প্লাস্টিক নেট বিতরণ উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট অঞ্চলের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ পরিচালক মোশারফ হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। এতে সভাপত্বি করেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। এ সময় উপজেলার প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। 

এএন/০৮