সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০২, ২০২৩
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২৩
০৭:০৬ অপরাহ্ন
সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘দক্ষ, অভিজ্ঞ ও নির্ভিক আইনজীবীরা রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের কারিগর। সভ্যতার শুরু থেকে আজ অবধি উন্নত অনুন্নত সকল রাষ্ট্রেই আইন পেশা একটি মহৎ ও মর্যদাপূর্ণ পেশা হিসেবে গণ্য হয়ে আসছে।’
আজ সোমবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের মুট কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক এসব কথা বলেন।
এসময় তিনি সুসজ্জিত মুট কোর্টটি স্থাপনের জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর চৌধুরীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার তারেক ইসলাম, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্ঠা ড. এম জেড আশরাফ, পরিচালক (অর্থ) মোঃ ইনামুল হক, আইন ও বিচার বিভাগের সহকারি অধ্যাপক মোঃ শের-ই-আলম, ফাতেমা ইমরোজ সামান্তা, মিতু আক্তার, প্রভাষক তাসফিয়া মোস্তফা, সৈয়দা নাজমুর শিয়া মুনা, প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘আমাদের জাতীয় ও ব্যক্তি জীবনে আইন পেশার প্রভাব বিশেষ লক্ষনীয়। বিশ্বের সকল দেশেই একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীর সামাজিক স্বীকৃতির পাশাপাশি যশ, ক্ষমতা ও প্রতিপত্তি রয়েছে। একজন আইনজীবীকে শুধু আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকলেই হবে না; বরং বৈশ্বিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসহ সার্বিক জীবনাচরন সম্পর্কে সম্যখ জ্ঞান রাখতে হয়। এজন্য আইন বিদ্যার পাঠক্রম ও কারিক্যুলাম হয় ব্যাপক।’
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কৃতিত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ মানসম্মত কারিক্যুলাম ও উন্নত পাঠদানের জন্য দেশে বিদেশে বিশেষ অবস্থানে রয়েছে। এ বিভাগের গ্র্যাজুয়েটরা দেশের বিচার ও সিভিল প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে শুরু করে দেশ বিদেশে আইন পেশায় দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখছেন।’
তিনি বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্বোধনকৃত মুট কোর্টটি শিক্ষার্থীদের আইন বিদ্যার প্রায়োগিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এএফ/১৩