সোনার বাংলা গড়তে ব্যাংকিং খাতে জড়িত সবাইকে স্মার্ট হতে হবে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২৩
১২:৩৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
১২:৩৫ অপরাহ্ন



সোনার বাংলা গড়তে ব্যাংকিং খাতে জড়িত সবাইকে স্মার্ট হতে হবে
পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন


সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা। এ খাতে জড়িত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক হতে হবে, সততার সঙ্গে কাজ করতে হবে। দূর করতে হবে সবধরনের বৈষম্য। তবেই, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) রেজি নং- বি-৯৪১, সিলেট আঞ্চলিক কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের বন্দরবাজারস্থ পূবালী ব্যাংক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। 

পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, এতে প্রধান বক্তা ছিলেন পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ঢাকার সভাপতি মো. রাশিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম রোমেন, পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, ড. মো. আবু তাহের।

আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক প্রনব কান্তি দে’র সঞ্চলনায় এতে আরও বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইছমাইল মিয়া, বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবুল হাসনাত বুলবুল।

বক্তব্য দেন, পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কার্যকরি সভাপতি মো.জাহাঙ্গির আলম, সহসভাপতি মো. আবু সাইদ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, মো. আরমান হোসেন, সিলেট আঞ্চলিক কমিটির সহসভাপতি এনাম উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক মাসুক মিয়া, মৌলভীবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র দাস, সিলেট আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি হরিলাল রায়, মো. সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ। 

শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ, ভাষা সৈনিক, ২১ আগস্ট ও ১৫ আগস্টে নিহত এবং ১৯৫৯ সাল থেকে এখন পর্যন্ত নিহত এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম।

এএন/০২/০৩১০২৩