নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৪, ২০২৩
০২:৫০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
০২:৫০ অপরাহ্ন



নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর ) সকাল ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে ও উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদ ভাইস এড: গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মাসুক আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ফাইজউল্লা । এ  সময় বক্তব্য রাখেন, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিদষদের সভাপতি গৌতম কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক প্রানেশ দেব, নবীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীল কন্ঠ দাশ সামন্ত,  নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অঞ্জন রায়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ইউনিয়ন ও প্রতিটি মন্ডপের সভাপতি এবং সাধারন সম্পাদক প্রমূখ। 

বিস্তারিত আলোচনায় ডিজে সাউন্ড বন্ধ রাখার জন্য এবং সিসিটিভি ক্যামেরা এবং জেনারেটর ব্যবস্থা রাখাসহ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ বছর উপজেলায় ৯৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এএন/০৯/১৪১০২৩