ওয়ার্নার-মার্শেলে চিরে চ্যাপ্টা পাকিস্তানের বোলিং

খেলা ডেস্ক


অক্টোবর ২০, ২০২৩
০৫:৪৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২৩
০৫:৪৪ অপরাহ্ন



ওয়ার্নার-মার্শেলে চিরে চ্যাপ্টা পাকিস্তানের বোলিং


উসামা মীর নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে হতভাগাদের একজন ভাবছেন নিশ্চয়ই! বেচারা ওই ক্যাচটা না ছাড়লে দুই অস্ট্রেলিয়ান ওপেনার হয়তো পাকিস্তানের ওপর এতটা স্টিমরোলার চালাতে পারতেন না। উসামা যখন ক্যাচটা ছেড়েছেন ডেভিড ওয়ার্নারের রান তখন ১০। আর অস্ট্রেলিয়ার রান কোনো উইকেট না হারিয়ে ২২।

অথচ সেই অস্ট্রেলিয়া ওয়ার্নার-মিচেল মার্শের ওপেনিং জুটিতে তুলেছে ২৫৯ রান।

ওয়ার্নার-মিচেল মার্শ দুজনেই সেঞ্চুরি করেছেন। এই প্রতিবেদন লেখার সময় মার্শ ১২৩ রানে আউট হয়েছেন। ওয়ার্নার ১২৮ রানে অপরাজিত আছেন। মার্শের ইনিংসে ১০ চার ও ৯ ছক্কা।

ওয়ার্নারও পিছিয়ে নেই। তাঁর ইনিংসে ১১ চার ও ৭ ছক্কা। বিশ্বকাপের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড ভাঙার পেছনে ছুটছিলেন দুজনে। তবে পারেননি।

মার্শের বিদায়ে আগেই থামতে হয়েছে। সর্বোচ্চ ২৮২ রানের রেকর্ড জুটিটি তিলকারত্নে দিলশান ও উপল থারাঙ্গার। ২০১১ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে পাল্লেকেলেতে তাঁরা এই রেকর্ড জুটি গড়েন।

মার্শের বিদায়ের পরের বলেই আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২ উইকেট হারিয়ে ৩৭ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭৪ রান।



এএফ/০২