টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে নেদারল্যান্ডস

খেলা ডেস্ক


অক্টোবর ২১, ২০২৩
০১:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২৩
০১:১২ অপরাহ্ন



টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে নেদারল্যান্ডস


বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে লক্ষণৌতে লড়ছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়েই পড়েছে স্কট এডওয়ার্ডসের দল।

আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে চমক দেখানো নেদারল্যান্ড আজ ব্যাটিংয়ে নেমে লঙ্কান তুপের মুখে পড়েছে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার ব্যাট চালিয়ে তারা ১০০ রান তুলতেই ৬ উইকেট খুইয়েছে। ওপেনার ম্যাক্সের ১৬, ওয়ানডাউনে নামা কলিনের ২৯ আর এডওয়ার্ডের ১৬ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি। যদিও এই তিনজনের সবাই বিদায় নিয়েছেন। 

আগের ম্যাচের একাদশেই ভরসা রেখেছে ডাচরা।  তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি লংকানরা। এই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চায় ৯৬-এর চ্যাম্পিয়নরা। এদিকে শুরুর দুই ম্যাচ হারলেও সবশেষ ম্যাচেই ইতিহাস গড়া জয় পেয়েছে ডাচরা। হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। লংকানদের হারিয়ে জয়ের ধারায় থাকতে চায় তাঁরা।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমান্থা, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাধুশাঙ্কা।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাইব্রান্ড এনগালব্রেখট, ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।


এএফ/০২