রবিবাসরীতে ২০ বছরের খরা কাটাতে চায় ভারত

খেলা ডেস্ক


অক্টোবর ২২, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন



রবিবাসরীতে ২০ বছরের খরা কাটাতে চায় ভারত


বিশ্বকাপে টানা চারটি ম্যাচে জিতেছে ভারত। কিন্তু আজ রবিবাসরীতে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বিশ্বকাপে এই একটি দল বরাবর ভারতের গাঁট হিসাবে থেকেছে। ২০০৩ সালের পর থেকে তাদের বিরুদ্ধে আইসিসি-র কোনও প্রতিযোগিতায় জেতেনি ভারত। এ বার কি সেই নজির ভাঙবে? ম্যাচের আগে সেই প্রশ্নেরই উত্তর দিলেন রোহিত।

বাংলাদেশ ম্যাচের পর সাজঘরে গিয়ে নিউ জ়িল্যান্ড ম্যাচ নিয়ে রোহিতকে প্রশ্ন করেছিলেন শুভমন গিল। তিনি বলেন, “সাংবাদিক বৈঠকে এক জন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা নাকি আইসিসি-র প্রতিযোগিতায় ২০০৩ সালের পর থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জিতিনি?” জবাবে রোহিত বলেন, “হ্যাঁ, এটা সত্যিই। কিন্তু আমরা ভাল ক্রিকেট খেলছি। নিজেদের তরফে সেই চেষ্টাই আমরা করতে পারি।”

শুভমন আবার বলেন, “তা হলে কি আজ আমরা সেই ধারা ভাঙতে পারি?” পাল্টা রোহিতের উত্তর, “দেখো, আমরা এমন ধরনের ক্রিকেট খেলি না যেখানে কোনও কিছুর নিশ্চয়তা রয়েছে। মাঠে যাওয়ার পর আমরা সব সময় চেষ্টা করি দলের জন্যে যেটা ভাল সেই কাজ করতে। এখনই খুব দূরের দিকে তাকাতে চাইছি না। এটা ঠিক যে অতীতে এই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। দেখা যাক, এ বার কী হয়।”

এএন/০২/২২১০২৩