ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখেন না নাসের হুসেইন

খেলা ডেস্ক


অক্টোবর ২২, ২০২৩
১১:১৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২৩
১১:১৯ পূর্বাহ্ন



ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখেন না নাসের হুসেইন

বিশ্বকাপ ধরে রাখার অভিযানটা যাচ্ছেতাই কাটছে ইংল্যান্ডের। এখন পর্যন্ত চার ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে দলটি। সামনের ম্যাচগুলো তাই তাদের জন্য একরকম ‘ফাইনাল।’ জেতা ছাড়া কোনো বিকল্প নেই। তবে ইংলিশদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখেন না দলটির সাবেক অধিনায়ক নাসের হুইসেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। পরে তারা বাংলাদেশকে উড়িয়ে আভাস দেয় ছন্দে ফেরার। কিন্তু পরের ম্যাচে আফগানিস্তান তাদের চমক দেখিয়ে তুলে নেয় অবিশ্বাস্য এক জয়। আর গতকাল তো দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা, হেরেছে ২২৯ রানে। ৪০০ রানের লক্ষ্য তাড়ায় গুটিয়ে গেছে স্রেফ ১৭৭ রানে।

জস বাটলারের দলের মধ্যে লড়াইয়ের মানসিকতাই দেখছেন না নাসের। স্বনামধন্য ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক স্কাই স্পোর্টসে বলেন, ‘ইংল্যান্ডকে এমন একটি দলের মতো দেখাচ্ছে যাদের কোনো আত্মবিশ্বাস নেই। এই তিনটি হার তাদের ক্ষতি করবে। এমনটা গত বিশ্বকাপেও হয়েছিল, কিন্তু সেবার মনে হয়েছিল তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল এবং তারা এমন একটি ধরন ও ব্র্যান্ডের ক্রিকেট খেলছিল যে তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল।’

এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড, এমনটা মনে হচ্ছে না নাসেরের, ‘বিশ্বকাপ ধরে রাখতে হলে পরের ৭ ম্যাচই জিততে হবে ইংল্যান্ডকে। তবে এই মুহূর্তে তাদের ওইরকম দল মনে হচ্ছে না যারা এটা করতে পারবে।’

প্রাথমিক পর্বে আর পাঁচ ম্যাচ আছে ইংল্যান্ডের। আগামী ২৬ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

আরসি-০৬