বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

খেলা ডেস্ক


অক্টোবর ২৫, ২০২৩
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২৩
১২:২২ পূর্বাহ্ন



বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

ডাচদের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে এইডেন মার্করামের রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েল এখন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক। এই বিধ্বংসী ইনিংসের পথে ৮টা করে চার ও ছক্কা হাঁকান গ্লেন। ওয়ানডে ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি এটি। ম্যাক্সওয়েলের ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি। এই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন মার্করাম।

সেই দিল্লির মাঠেই তার রেকর্ড ভাঙলেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৫ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ৪৪ বলে ১০৬ রান করে তবেই থেমেছেন তিনি। ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৫০ ওভারে সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৯৯ রান।

আরসি-০৩