প্রয়াত শিল্পী পাগল হাসানের বাড়িতে শফিউল আলম নাদেল

নিজস্ব প্রতিবেদক


মে ০৭, ২০২৪
০৯:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২৪
১১:৪২ পূর্বাহ্ন



প্রয়াত শিল্পী পাগল হাসানের বাড়িতে শফিউল আলম নাদেল


অকাল প্রয়াত শিল্পী পাগল হাসানের বাড়িতে গিয়ে তাঁর মাকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার- ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

আজ মঙ্গলবার (৭ মে) সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে পাগল হাসানের বাড়ি যান এই আওয়ামী লীগ নেতা।

এসময় তিনি শিল্পীর স্বজনদের সঙ্গে আলাপকালে জানান, অকাল প্রয়াত এই প্রতিভাবান শিল্পীর স্মৃতি রক্ষার্থে ও তার সংগীত সংগ্রহ ও প্রকাশে তার অবস্থান থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন। এ ব্যাপারে  স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে  তার আলাপ হয়েছে বলে জানান।

তিনি প্রয়াত শিল্পী পাগল হাসানের মায়ের হাতে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মুকুল হকের পক্ষ থেকে দেওয়া ৫০ হাজার টাকা তুলে দেন। পরে তিনি শিল্পী পাগল হাসানের কবর জেয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।


এএফ/০২