সুনামগঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে গাড়ি ভাঙচুর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২৩
০৪:৫০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২৩
০৪:৫০ অপরাহ্ন



সুনামগঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে গাড়ি ভাঙচুর


সুনামগঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে গাড়ি ভাঙচুরবিএনপির ডাকা অবরোধ সমর্থনে সুনামগঞ্জে জেলা বিএনপির সভাপতি কলিম আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে যানবাহনে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

আজ বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙচুরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছেন। কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে ইটপাটকেল রয়েছে। ওই সময় তারা দুটি বাস, দুটি সিএনজি অটোরিকশা এবং একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।

তবে ভাঙচুরে বিএনপির নেতা-কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ ‍মিলন। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘আমরা দুই দিনে শান্তিপূর্ণ অবরোধ পালন করছি। বিক্ষোভ মিছিল করেছি। জনগণের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। ভাঙচুরের ঘটনায় আমরা কিছু জানি না।’

তিনি আরও বলেন, ‘অবরোধ চলছে চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তারা ঘরে ফিরে যাবে না।’

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ভাঙচুরকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।’



এএফ/০৩