সুনামগঞ্জে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২৩
০১:০৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২৩
০৬:১৬ অপরাহ্ন



সুনামগঞ্জে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১


সুনামগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রবিবার সকালে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে তাঁদের পুলিশ বাধা দেয়।

এ সময় তিন দিক থেকে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাত পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলকে। এ ছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।



এএফ/০৬