সুনামগঞ্জে ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবসহ গ্রেপ্তার ৩

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৯, ২০২৩
০৫:৩৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২৩
০৫:৩৫ অপরাহ্ন



সুনামগঞ্জে ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবসহ গ্রেপ্তার ৩


নাশকতার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব তারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হাবিবুর রহমান নামে আরও একজনকে আটক করে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পৌর শহরে বিভিন্ন সময়ে হরতালের সমর্থনে মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে। আজকেও হরতালের সমর্থনে সুনামগঞ্জে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই সঙ্গে সকালে শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, উপজেলার মরাটিলা এলাকা থেকে পুলিশের টহলদল তাদের আটক করে। আটককৃতরা সাদা রঙের প্রাইভেটকারে বসে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও নাশকতা করে। তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলার রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



এএফ/০৫