শান্তিগঞ্জে বিএনপির প্রচার সম্পাদক দিদার গ্রেপ্তার

শান্তিগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৪, ২০২৩
১১:১৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩
১১:১৭ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে বিএনপির প্রচার সম্পাদক দিদার গ্রেপ্তার


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদারকে ()৪৫ গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে  নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিদার উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে মৃত ছালেহ আহমদের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায় গত ২ নভেম্বর পাগলা বাজারের পূর্ব পাড়ে পিকেটিং করে বিএনপি। এ সময় একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন তারা। পরে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সুব্রত দাস বাদী হয়ে নাশতা মামলা দায়ের করেন।  এই মামলায় হিফজুর রহমান চৌধুরী দিদার ৭ নং আসামী ছিলেন।  মামলা দেয়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,  ‘তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 



এসটি-০১/এএফ-০২