সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০২, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২৪
০৯:১২ অপরাহ্ন
-ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনসংলগ্ন গ্যাসফিল্ডের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে রাবিয়া খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার ( ১জানুয়ারী) সকালের দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী।
নিহত রাবিয়া খাতুন চুনারুঘাট উপজেলার লালচান্দ গ্রামের ছিদ্দিক মিয়ার মেয়ে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ঘটনার খবর পেয়ে নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এএফ/০১