খেলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৪
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২৪
০১:০৮ পূর্বাহ্ন
সিলেট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘‘মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ সম্পন্ন। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জিমখানা ক্লাব ও অনির্বাণ ক্রীড়া চক্র এর মধ্যকার ম্যাচে জিমখানা ক্লাব ১৩৭ রানে অনির্বাণ ক্রীড়া চক্রকে হারিয়েছে। ম্যাচে অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে জিমখানা ক্লাবকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। জিমখানা ক্লাব ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জিমখানা ক্লাবের পক্ষে সাঈদ ৫১, গালিব ৩২, জীবন ২৫ রান সংগ্রহ করেন এবং অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে ইমরান ৫ উইকেট, মুকুল ও আসাদ ২টি করে উইকেট এবং নাবিল ১ উইকেট লাভ করেন।
জবাবে অনির্বাণ ক্রীড়া চক্র ২১.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে শ্রাবণ ১৩, সাগর ১১ ও সাজ্জাদ ১০ রান সংগ্রহ করেন এবং জিমখানা ক্লাবের পক্ষে জীবন ৩ উইকেট, মুশফিকুর, জামিল ও কামরুল ২টি করে উইকেট এবং গালিব ১টি উইকেট লাভ করেন। উক্ত ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হয়েছেন জিমখানা ক্লাবের খেলোয়াড় সাঈদ (৪৪ বলে ৫১ রান, ৬*৫, ৪*১) এবং প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন জিমখানা ক্লাবের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।
এএন/০৪