ব্যাটিংয়ে বাংলাদেশ, ফের ০ রানে ফিরলেন লিটন

খেলা ডেস্ক


মার্চ ১৫, ২০২৪
০৭:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২৪
০৮:১৯ পূর্বাহ্ন



ব্যাটিংয়ে বাংলাদেশ, ফের ০ রানে ফিরলেন লিটন


রানের খাতা খোলারই সুযোগ পেলেন না লিটন দাস। তার আগেই তাকে ধরতে হলো ড্রেসিং রুমের পথ। প্রথম ম্যাচের পর আজও দলকে বিপদের মুখে ফেলে বিদায় নিয়েছেন তিনি।

দিলশান মাদুশঙ্কার বল ছিল লেগ স্টাম্পে।লিটন করতে গেলেন ফ্লিক। সে শটের জন্য শর্ট মিডউইকেট ও ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুজন ছিলেন। লিটন ধরা পড়েছেন শর্ট মিডউইকেটে। প্রথম ম্যাচে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন লিটন। এবার তৃতীয় বলে গিয়ে ক্যাচ তুললেন। রান করতে পারেননি আজও।

১ ওভারেই ১ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ছন্দে ফেরাতে আরেক ওপেনার সৌম্য সরকারের সঙ্গে লড়ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখার সময় ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৪ রান। 

সৌম্য ২৬ বলে ৫ বাউন্ডারীসহ ২৭ রানে এবং শান্ত ৩১ বলে ৬ বাউন্ডারীসহ ৩৪ রানে ব্যাট করছেন। 


এএফ/০৩