সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২৪
০২:৪২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২৪
০২:৪২ অপরাহ্ন



সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের মৃত্যু


জাতীয় সংসদের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নজির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্দিরা রোডস্থ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

সিলেট বিভাগের প্রবীণ এই রাজনীতিবিদ ১৯৯১ সালে সিপিবি থেকে ৮ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়য়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা ও বিকেল ৫টায় তার জন্মস্থান বিশ্বম্ভপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এএফ/০৭