বিশ্বকাপে তামিমকে ভাবছেন না শান্ত, অভিযোগ নেই মোস্তাফিজ নিয়ে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৬, ২০২৪
০৭:৫১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২৪
০৭:৫১ পূর্বাহ্ন



বিশ্বকাপে তামিমকে ভাবছেন না শান্ত, অভিযোগ নেই মোস্তাফিজ নিয়ে

বিশ্বকাপে তামিমকে ভাবছেন না শান্ত, অভিযোগ নেই মোস্তাফিজ নিয়ে


গত বিপিএলে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে তার দল। অথচ জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম। কারণ এই ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি।

শুধু তাই নয়, নানা করণে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে তামিম সরিয়ে নিয়েছিলেন নিজেকে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েও রয়েছে সংশয়। তবে বিসিবি চায় তামিমকে ফেরাতে। এরই অংশ হিসেবে কাল (সোমবার) মিরপুরে অনেকটা সময় তামিমের সঙ্গে আলোচনা করেছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের কী কথা হয়েছে এড়িয়ে গিয়েছিলেন তিনি।

আজ (মঙ্গলবার) এক্স-সিরামিক্স গ্রুপের নতুন চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে যোগ দিয়েছেন শান্ত। বাড্ডা লিংক রোডে এমএফ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে অবশ্য বেশি কথা হল তামিমের ফেরা আর বিশ্বকাপ নিয়ে।

তামিম ইকবালের সঙ্গে কী কথা হয়েছে এ নিয়ে শান্ত জানালেন, ‘‘ অনেক দিন দেখা হয় না বা কথা হয় না। তাই শুরুটা ঐভাবে একটু আড্ডা দেওয়া আর কি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, উনি কি অবস্থায় আছেন বা আমি অধিনায়ক হিসেবে কি চিন্তা করছি, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করেছি।  এই মুহুর্তে আপনাদের পরিষ্কার করে বলা মুশকিল কারণ একটু সময়ের ব্যাপার। উনিও একটু সময় নিতে চেয়েছেন। যেহেতু এখন ডিপিএল চলছে। তাই টুর্নামেন্টটা আগে শেষ হোক। নরমালি উনি কি অবস্থায় আছেন, কি চিন্তা করছেন এসব নিয়ে আলাপ করেছি।’’

তামিমকে কি শান্ত তিন ফরম্যাটেই চান? এমন প্রশ্নে জানালেন, ‘‘উনি যদি ফিট থাকেন, যদিও টি-টোয়েন্টিতে অবসর নিয়েছেন, তবু যে কোনও ফরম্যাটে উনি আসলে আমরা খুশি হব। এটা শুধু আমি না, প্রতিটা খেলোয়াড় দেশের প্রতিটা মানুষই খুশি হবে। এটা তো ইচ্ছা, এটা চাওয়া। কিন্তু সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া আছে। ততবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’’

সামনেই বিশ্বকাপ। সেখানে কি অবসর ভেঙে ফিরতে পারেন তামিম? কিংবা এই ফরম্যাট না খেলা মুশফিকুর রহিম? শান্ত সেই সম্ভাবনা দেখছেন না, ‘‘এই মুহুর্তে এ ধরনের কোনও চিন্তা ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি সময়ও নাই। টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। বেশ কয়েকদিন ধরেই তো তামিম ভাই ঘরোয়া ক্রিকেটটা খেলছেন। উনারও ফিটনেস নিয়ে কিছু ইস্যু আছে। যেটা নিয়ে উনার সাথে আমার আলাপও হয়েছে। তাই এই মুহুর্তে এমন কিছু চিন্তা করছি না। তবে দলের প্রয়োজনে যে কোনও সময় যে কাউকে কল করার জন্য প্রস্তুত।’’

বিশ্বকাপে এবার প্রত্যাশা কী বাংলাদেশের? এমন প্রশ্নে অবশ্য খুব বেশি প্রত্যাশা বা মাতামাতি করতে নিষেধ করেছেন শান্ত, ‘‘প্রতিবছর দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে- এটা করব, সেটা করব। এসব নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এটা মনের ভেতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চায়, আমরা খেলোয়াড়রাও জানি যে টিমটাকে কত দূর যেতে চাই। সবাই চায় যে আমরা অনেক বড় কিছু করি কিন্তু এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয় তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ আসলে দরকার নাই।’’

তাহলে বাংলাদেশের লক্ষ্যটা কি? শান্ত জানালেন প্রতিটা ম্যাচই জেতা, ‘‘আমি একটা জিনিস বলতে পারি যে, এই যে টিমটা খেলবে এরা ১২০ শতাংশ দিবে প্রতিটা ম্যাচে জেতার জন্য। এই নিশ্চয়তটা আমি দিতে পারি। প্রতিটা ম্যাচ খেলোয়াড়রা জেতার জন্য খেলবে। তবে আগে থেকে অনেক বেশি আশা করতেছি এবার একটু বেশি প্রত্যাশা করছি, এই বিষয়গুলো নিয়ে একটা অনুরোধ থাকবে আমরা যেন মাতামাতি না করি।’’

মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করছেন আইপিএলে। কিন্তু জাতীয় দলে ছন্দে থাকা এই মোস্তাফিজকে দেখা যায় না কেন? শান্ত আপত্তি করলেন এমন অভিযোগে, ‘‘ আমি যেটা বলতে চাই, যখন মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ওটা তো বাইরে একটা লিগ খেলছে। অবশ্যই সেখানে ওর কমিটমেন্ট আছে। ও যখন বাংলাদেশের হয়ে খেলে তখন প্রত্যেকটা বল করে দলের কিভাবে হেল্প হয় সেই চিন্তা করে। অনেকেই এটা বলার চেষ্টা করে কিন্তু যে কয়েকটা সিরিজ আমি কাছ থেকে দেখেছি ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে। ওর কমিটমেন্টের কোনও ঘাটতি নেই যে বাংলাদেশ দলে আমি একটু রিল্যাক্স হয়ে খেলছি।’’

নতুন দায়িত্ব পাওয়ায় কী এখন থেকে এক্স-সিরামিক্সে অফিস করবেন ‘গ্রেট অধিনায়ক’ শান্ত? হাসতে হাসতেই বললেন, ‘‘আমি এখনও গ্রেট ক্যাপ্টেন নই, তবে চেষ্টা করব হওয়ার। দোয়া করবেন সবাই। হ্যাঁ, অফিস করব। খেলার পাশাপাশি যতটা সময় আশা যায় আসব। এখান থেকে শেখার চেষ্টা করব।’’

জিসি / ০৩