শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে ভানু লাল বিজয়ী

শ্রীমঙ্গল প্রতিনিধি


মে ৩০, ২০২৪
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২৪
০২:০৩ পূর্বাহ্ন



শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে ভানু লাল বিজয়ী


শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বড় ব্যবধানে জিতে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়। কাপ-পিরিচ প্রতীকে তিনি ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া পান ৩৬ হাজার ৮৭৬ ভোট। 

বুধবার (২৯ মে) সারাদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণেনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব। 

এ সংক্রান্ত পূর্বের সংবাদ-

ফলাফলে দেখা গেছে, ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজুদেব রিটন ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী লিটন আহমেদ সাজু ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট। 



জিকে-০১/এএফ-০২