মেজর‌টিলায় টিলাধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

নিজস্ব প্রতি‌বেদক


জুন ১০, ২০২৪
০৫:৫২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১১, ২০২৪
০৭:২৬ পূর্বাহ্ন



মেজর‌টিলায় টিলাধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের


সি‌লেট নগ‌রের মেজরটিলা এলাকার চা‌মেলিবাগ এলাকায় টিলাধ‌সে একই প‌রিবা‌রের তিনজন মারা গেছেন।

নিহতরা হলেন, চামেলীবাগ এলাকার বাসিন্দা মৃত আগা রফিক উদ্দিনের ছেলে মো. আগা করিম উদ্দিন (৩১), করিমের স্ত্রী মোছা. শাম্মী আক্তার রুমি (২৫) ও তাদের দেড় বছর বয়সী সন্তান নাফজি তামিম।

আজ সোমবার (১০ জুন) ভোর সাড়ে ছয়টার দি‌কে টিলাধ‌সে দুই পরিবারের ছয়জন মাটির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। 

জানা গেছে, চামেলিবাগের ধসে পড়া টিলা সংলগ্ন বাসায় দুই ভাইয়ের পরিবার নিয়ে বসবাস করতেন।

আজ ভোরে টিলা ধসে দুই পরিবারের ৬ জন মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুরের দিকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

‌সি‌লেট মহানগর পু‌লি‌শের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী ব‌লেন, ‌তিনজন মারা গে‌ছেন।



এএফ/০৩