প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রতিমন্ত্রী শফিক

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৫, ২০২৪
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২৪
০৬:৫৮ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রতিমন্ত্রী শফিক


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষি এবং কৃষকদের সার্থে সরকার বিনা মূল্যে সার ও বীজ দিচ্ছে, ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জামাত-বিএনপি সরকারের আমলে কৃষকদের সার না দিয়ে কৃষকদের গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ভর্তুকি দিয়ে সার দিচ্ছে।

আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে ওসমানীনগর উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মধ্যে ধানের বীজ, রাসায়নিক সার এবং নারিকেল গাছের চারা বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষের পরিচালনায় বক্তব্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমনীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের গণসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মূছা, উপজেলা কৃষক লীগের সভাপতি লিলুউর রহমান পংকী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ছায়মা নাজনিন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান, সাংগটনিল সম্পাদক লুৎফুর রহমান,তাজপুর ইউপি চেয়ারমায়ন অরুনোদয় পাল ঝলক,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগ নেতা দিলদার আলী, আব্দুল মন্নান, বেলাল আহমদ, ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ আবীর।

উল্লেখ্য, সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ১ হাজার ২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি হারে আমন ধানের বীজ ও ২০ কেজি হারে রাসায়নি সার এবং ১৬০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।


এএফ/০৭