বিজয় দিবস নিয়ে মোদির ‘বিতর্কিত’ পোস্ট, সিলেটে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৭, ২০২৪
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৪
০৯:৩৪ অপরাহ্ন



বিজয় দিবস নিয়ে মোদির ‘বিতর্কিত’ পোস্ট, সিলেটে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত


মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে করা পোস্ট সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কিত ওই পোস্টে মোদি ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মন্তব্য করেন। 

ভারতের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য মুক্তিযোদ্ধাদের আহত করবে বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে আছেন, আমি মনে করি তারা আহত হবেন।’ 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ মেরিন অ্যাকডেমি সিলেটের তৃতীয় ব্যাচের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। পররাষ্ট্র উপদেষ্টা উনি বলতে পারবেন।’ ব্যক্তিগতভাবে তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন প্রশ্নে ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এখন তো ব্যক্তিগতভাবে কিছু দেখি না। ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন বলতে পারতাম। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বিশ^বাসী জানে, আজকে ৫২ বছর হয়ে গেছে।’ তিনি বলেন, ‘এই ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ, আমি শুধু এটুকু মনে করি যেটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং নয় মাস আমাদের দেশ একটা বড় ধরণের রক্তপাতের মধ্যে ছিল।’ নরেন্দ্র মোদীর মন্তব্য মুক্তিযোদ্ধাদের আহত করবে মন্তব্য করে তিনি এসময় বলেন, ‘আমাদের যারা নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন-তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে আছেন-আমি মনে করি তারা আহত হবেন। কারণ আমাদের যুদ্ধ আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধ আমরা শেষ করেছি।’ ভারতের সহযোগিতা নিয়ে সন্দেহ নেই জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধে ভারতের সাহায্য, সহযোগিতা অবশ্যই ছিল, সন্দেহ নাই। আমরাও সেটা স্মরণ করি, বন্ধু রাষ্ট্র হিসেবে। এখন এটাকে তারা যদি অন্যভাবে দেখেন সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি-এ মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।’

এর আগে অনুষ্ঠান স্থলে আসার পর অনুষ্ঠানের প্রধান অতিথি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার  জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ মেরিন অ্যাকডেমি সিলেটের কামান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। 

বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি সিলেটে বর্তমানে ১০৪ জন ক্যাডেট রয়েছেন। এর মধ্যে তৃতীয় ব্যাচে মঙ্গলবার ৪১ জন ক্যাডেট গ্র্যাজুয়েশন পেলেন। 


এএফ/০১