শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
০৫:৩৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৫
০৫:৩৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জরুরি একাডেমিক কাউন্সিলের সিন্ধান্ত মোতাবেক প্রতি সেমিস্টারে (সেমিস্টার ফি ও ক্রেডিট ফি) বাবদ পূর্বের মোট ফি থেকে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। চলমান সেমিস্টার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে। গতকাল রবিবার (০২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিলের সিন্ধান্তের মাধ্যমে এ ফি কমানো হয়।
জানা যায়, একাডেমিক কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি কমানো হয়েছে প্রতি ক্রেডিটে ১৫ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ১৭৫ বর্তমানে ১৬০) এবং সেমিস্টার ফি ৫০০ টাকা হ্রাস করা হয়েছে।
২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (স্নাতক ও স্নাতকোত্তর) তত্ত্বীয় প্রতি ক্রেডিট ২০টাকা (পূর্বে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ১৪০ টাকা যা বর্তমানে ১২০), ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ২০০ টাকা যা বর্তমানের ১৬০ টাকা) এবং উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি পূর্বের ফি থেকে ৫০০ টাকা কমানো হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী ফি জমা দিয়েছেন রশিদ জমা সাপেক্ষে তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।