সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০২, ২০২৫
০৩:৩০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২৫
০৩:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ, বাজারমূল্য ৩০ লাখ টাকা
সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে ভারত থেকে নৌপথে আনা দুটি বড় গরুর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ আগস্ট) পৃথক অভিযানে ২৮ বিজিবি ব্যাটালিয়নের টহল দল এসব গবাদি পশু জব্দ করে।
তাহিরপুর উপজেলার কচুয়াছড়া সীমান্ত এলাকা থেকে একটি স্টিল বডির ট্রলারসহ ১৮টি ভারতীয় গরু আটক করে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা। একই দিন দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত থেকে আরও ১৪টি গরু জব্দ করে বিজিবির স্থানীয় টহল দল।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দ করা গরু ও ট্রলারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা। পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জিসি / ০৪