নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাব: তাহিরপুরে ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি তাহিরপুর


আগস্ট ১৫, ২০২৫
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২৫
০৩:৪১ অপরাহ্ন



নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাব: তাহিরপুরে ধর্ম উপদেষ্টা


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'আমরা আশাবাদী, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবে, যা আয়োজনের সকল প্রস্তুতি সরকারের আছে। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। ইতোমধ্যে ভোটকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ ও বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে।‘

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা  এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমূখ।


এএইচএম-০১/এএফ