এসআইইউতে স্প্রিং সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২৬
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৬
০৭:১৩ অপরাহ্ন



এসআইইউতে স্প্রিং সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন


সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আশরাফুল আলম বলেন, ‘পাঠদানে আধুনিকতা এবং নতুন গবেষণার দ্বার উন্মোচন করে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে এসআইইউ।’ নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নগরের প্রাণকেন্দ্রে অথচ নাগরিক কোলাহল মুক্ত পরিবেশে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়, প্রতিদিনকার জীবন থেকেও শিক্ষা নিতে হবে।’

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আহ্বায়ক এবং আইন অনুষদের ডিন অধ্যাপক মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

এছাড়াও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. শামসুল আলম, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক খালেদ হোসেন। 

ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও  স্বাতী রানী দেবনাথ। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান ও নবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করা হয়। 

বক্তারা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, বিভিন্ন সুযোগ, সুবিধা ইত্যাদি তুলে ধরেন। তার আগে নবীন শিক্ষার্থীদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্প্রিং ২০২৬ সেশনে ভর্তিকৃত ইংরেজি, ব্যবসায় প্রশাসন, সিএসই এবং আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।




এএফ/০১