তাহিরপুরে ইউএনও'র বাজার মনিটরিং ও প্রচার

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ০২, ২০২০
১০:৩৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
১০:৩৫ অপরাহ্ন



তাহিরপুরে ইউএনও'র বাজার মনিটরিং ও প্রচার

সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার তদারকিসহ বাজার ব্যবস্থার সার্বিক অবস্থা মনিটরিং করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাহিরপুর সদর, আনোয়ারপুর, বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট, চাঁনপুর, বড়ছড়া জয় বাংলা, বালিয়াঘাট ও শ্রীপুর বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং ও বালিয়াঘাট বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উদ্দেশে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক পরামর্শ দেন ইউএনও।

এ সময় তিনি জনসাধারণকে জরুরি কাজ ব্যতীত বাজারে ঘোরাঘুরি না করা, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দূরত্ব বজায় রেখে চলাফেরা, খাদ্য মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করা, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা, জনসমাগম থেকে বিরত থাকা, আতঙ্কিত না হওয়া, পরিষ্কার-পরিছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন।

এ সময় ইউএনও'র সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আবু মুসা, সাংবাদিক এম এ রাজ্জাক, ওয়ার্ড সদস্য নুরুল আমিন প্রমুখ।