মদন মোহন কলেজে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২০
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০১:০১ পূর্বাহ্ন



মদন মোহন কলেজে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি মদন মোহন কলেজ প্লাটুন ও মদন মোহন কলেজ পরিবারের উদ্যোগে গরিবদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। 

কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জুন দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক জয়ন্ত দাস, অফিস কর্মকর্তা অরিন্দম দত্ত চন্দনসহ বিএনসিসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিএনসিসির উদ্যোগে এর আগে গত ১৯ মার্চ থেকে কলেজের প্রধান ফটকে হাত ধোয়ার ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি শুরু করা হয়।

এনপি-০৮/এ-১৩