দক্ষিণ সুনামগঞ্জে পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৩, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর উদ্যোগে, সুনামগঞ্জের পুলিশ সুপারের অনুপ্রেরণায় ও থানা পুলিশের অফিসার-ফোর্সদের সহযোগিতায় ৭২টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারের হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি ছবি তোলার জন্য ত্রাণ দিচ্ছি না। আমার মন থেকে দিয়েছি। আমাদের চারপাশে হতদরিদ্র মানুষ খাবারের খোঁজে অবাধে রাস্তাঘাটসহ লোকসমাগমপূর্ণ এলাকায় যাতে বিচরণ না করেন। আমাদের সমাজে অনেক বিত্তশালী লোক আছেন। তারাও হতদরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারেন। হতদরিদ্ররা খাবার পেলে ঘর থেকে বের হবে না। তাহলে আমাদের সমাজ ও দেশ করোনাভাইরাস মোকাবেলায় সফল হতে পারব।

এ সময় তিনি হতদরিদ্রদের উদ্দেশে হাত ধৌত করাসহ নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বাহার, এসআই আলাউদ্দিন, জয়নাল আবেদীন, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান চকদার, বাবুল হাওলাদার, মনিরুজ্জামান, তারিকুল ইসলাম, এএসআই আবুল হাসনাত চৌধুরী, জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রনয় নালসহ পুলিশের সদস্যবৃন্দ।