দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৩, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের দিকনির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ থানা এলাকার বিভিন্ন হাট-বাজারে টহল বৃদ্ধিসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করে জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ৮ম দিনের মতো শান্তিগঞ্জ বাজার, আক্তাপাড়া বাজার, পাগলা বাজার, নোয়াখালী বাজার, গণিগঞ্জ বাজার ও পাথারিয়া বাজারে অপ্রয়োজনে বাজারে অবস্থান না করাসহ অযথা ঘরের বাইরে না যাওয়ার জন্য সর্বস্তরের জনগণকে কড়াকড়ির আওতায় নিয়ে আসা হয়েছে।
এদিন সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের ফোর্স থানা এলাকায় করোনাভাইরাস সতর্কতায় অভিযান চালায়। এ সময় পুলিশ প্রতিটি বাজারে মাইকিং করে লোকসমাগম এড়াতে কড়াকড়ি আরোপ করে।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বাহার, এসআই আলাউদ্দিন, জয়নাল আবেদীন, জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান চকদার, বাবুল হাওলাদার, মনিরুজ্জামান, তারিকুল ইসলাম, এএসআই আবুল হাসনাত চৌধুরী, জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রনয় নাল প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, সরকারের বেঁধে দেওয়া সময় পর্যন্ত পুলিশ মাঠে থেকে কাজ করবে, যাতে করে আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারি। আশা করি আমরা করোনাভাইরাস মোকাবেলা করতে পারব। তার পরও আপনার, আমার সবার নিজে থেকে সচেতনতা প্রয়োজন। এতকিছুর পরও যদি কোনো ব্যক্তি সচেতন না হন, তাহলে তাদের বিরুদ্ধে সরকারের নির্দেশনা মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।