দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৩, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি'র পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাজুড়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী ডাক্তার ও নার্সদের মাঝে ১০ হাজার সার্জিকেল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তারদের মাঝে ৬শ পিস করে সার্জিকেল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নহার শাম্মী। এ সময় পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, ইউএনও অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।