জগন্নাথপুরে অকারণে বাইরে এলে কঠোর ব্যবস্থা

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০৩, ২০২০
০১:৩০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০১:৩০ পূর্বাহ্ন



জগন্নাথপুরে অকারণে বাইরে এলে কঠোর ব্যবস্থা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম বলেন, জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর ব্যতিক্রম হলে আমরা বাধ্য হবো আইন প্রয়োগ করতে।

তিনি আরও বলেন,করোনাভাইরাস প্রতিরোধে  উপজেলা প্রশাসন কে সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। 

সিলেট সেনানিবাসের মেজর মো. আখনুক বিল্লাহ বলেন, অহেতুক কাউকে হয়রানি করা হবে না। তবে সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আব্দুল হাই প্রমুখ।