সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৪, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের একটি স্থানে শহরের ভাসমান, দরিদ্র, শ্রমিক, বেকার, অসহায় ১১৫ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে। বাড়ি থেকে রান্না করে আনা হয় এসব খাবার। খাবারের মধ্যে ছিল ভাত, মোরগের মাংস ও ডাল।
খাবার প্রস্তুত ও বিতরণ কাজ তত্ত্বাবধান করেন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বজন’র বন্ধুরা। খাবার পরিবেশনের সময় ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের অন্যতম সদস্য আইনজীবী ও সাংবাদিক আইনুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে এর আগে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ১৯১টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার একইভাবে শহরের কয়েকটি এলাকায় খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হবে। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সবাই স্বেচ্ছাসেবী।
বৃহস্পতিবার ও শুক্রবার সংগঠনের তহবিলে যাঁরা অর্থ সহায়তা দিয়েছেন তাঁরা হলেন- প্রবাসী সাংবাদিক মোহাম্মদ শাকির হোসাইন ৫ হাজার টাকা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ১৫ হাজার টাকা, কবি ও সরকারি কর্মকর্তা জনাব কুমার সৌরভ ২ হাজার ৫শ টাকা, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে ২ হাজার টাকা, সরকারি কর্মকর্তা কৃপেশ চন্দ্র দাস ১ হাজার টাকা, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ১০ হাজার টাকা এবং মুক্তিযোদ্ধা-আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু ৫ হাজার টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া : যে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। তারপর যাদের সহায়তা দেওয়া হয় তাদের একেবারে কাছাকাছি দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। এরপর দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। পরে দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় সহায়তা গ্রহণকারীদের কোনো ছবি তোলা হয় না।
যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন। অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ করা যাবে ০১৭১৫-২৯৪৯৪৪ নম্বরে। এছাড়া প্রয়োজনে যোগাযোগ: অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫২), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাছান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সাংস্কৃতিক সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১৪-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭) এবং সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩)।