তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ০৪, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের উদ্দেশে ঘরে থাকাসহ নানা জনসচেতনতামূলক প্রচার চালিয়েছেন।
সিভিল প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার, ঘাগটিয়া চকবাজার, উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও বাজার ও শিমুল বাগান এলাকায় হ্যান্ডমাইকে ব্যাপক প্রচার চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহাম্মদ সালিমুল হক। প্রচারের সময় এলাকার সমস্ত দোকানপাট বন্ধ ছিল। এলাকার প্রতিটি রাস্তাঘাট ছিল জনশূন্য।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারে সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত মাঠে সহযোগিতা করে যাচ্ছেন।