শাল্লায় চিকিৎসকদের পিপিই দিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব

শাল্লা প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২০
০২:৫২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০২:৫২ অপরাহ্ন



শাল্লায় চিকিৎসকদের পিপিই দিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন আটগাঁও ইউনিয়নের অন্তর্গত দৌলতপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জামশেদ আহমদের পক্ষ থেকে মামুদ নগর কমিনিউটি ক্লিনিকের চিকিৎসক ও স্থানীয় পল্লী চিকিৎসকদের মাঝে করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসাসেবা অব্যাহত রাখার লক্ষ্যে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মামুদ নগর কমিনিউটি ক্লিনিকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল মুক্তাদির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, সচিব সমীর সরকার, হাজী মজুমিয়া কলেজের সভাপতি আবদুস সামাদ (কালাই মিয়া), সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক শাল্লা উপজেলা সভাপতি আশরাফ মনির, জাহানারা গার্লস হাইস্কুলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফকির প্রমুখ।

এরপর দুপুর সাড়ে ১২টায় দিরাই উপজেলার শ্যামারচর বাজারের আশরাফ প্লাজায় শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল মুক্তাদির হোসেনসহ নেতৃবৃন্দ ৩ জন বীরাঙ্গনা ও স্থানীয় ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।