জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য আরও একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) এই নমুনা সংগ্রহ করা হয়। এর আগে ওমান প্রবাসীসহ দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলা থেকে দু'জনের নমুনা সংগ্রহ করার কথা। ওই নির্দেশনা মোতাবেক আমরা গত বৃহস্পতিবার দু'টি কিট পেয়ে দু'জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছি। আজও ৩৮ বছর বয়সী আরও একজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কি না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলা সদর থেকে দু'জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে একজন ওমান প্রবাসী পুরুষ। যার বয়স ৪০ বছর। অপরজন নারী। তার বয়স ৩০ বছর। দু'জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।