জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ০৪, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে জগন্নাথপুরের হবিবপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আবু তাহেরের ২ বছরের ছেলে ইয়ামিন আহমদ পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ডোবার পানি থেকে শিশুটিকে নিথর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবেল আহমদ জানান, পানিতে ডুবে যাওয়া শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই সে মারা গেছে।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) আফসার আহমদ জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর তারা পাননি।