সুনামগঞ্জে সহায়তা পেলেন ৯৫ জন হিজড়া

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২০
০৩:০৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৩:০৫ অপরাহ্ন



সুনামগঞ্জে সহায়তা পেলেন ৯৫ জন হিজড়া

সমাজের মূল ধারা থেকে পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের মধ্যে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

আজ রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের ষোলঘর সরকারি কলোনি মাঠে করোনা পরিস্থিতিতে অসহায় সুনামগঞ্জ জেলার হিজরা সম্প্রদায়ের সদস্যদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি।

জেলা শহর ছাড়াও আরও কয়েকটি উপজেলায় হিজড়াদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৯৫ জন হিজড়া এই সহায়তা পেয়েছেন বলে জানা গেছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

ষোলঘর কলোনী মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ২০ জন, ওয়েজখালী পয়েন্টে ১৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০ জন এবং জামালগঞ্জ উপজেলায় ১০ জনসহ মোট ৯৫ জনকে সহায়তা করেছে প্রশাসন।