তাহিরপুরে ত্রাণ বিতরণের নামে সাংসদের তামাশা!

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২০
০৩:২১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৩:২১ অপরাহ্ন



তাহিরপুরে ত্রাণ বিতরণের নামে সাংসদের তামাশা!
খালি হাতে ফিরলেন অসহায় মানুষ

করোনাভাইরাস মোকাবেলায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নিজস্ব অর্থায়নে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে লঙ্কাকাণ্ড পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রায় ৩ শতাধিক দুস্থ অসহায় মানুষকে ত্রাণ না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ত্রাণ না পেয়ে অনেককেই ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নিজস্ব অর্থায়নে এ ত্রাণ বিতরণ করার কথা ছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংসদের ত্রাণ বিতরণের খবর পেয়ে দুপুর থেকেই দিনমজুর, অসহায় বৃদ্ধ, নারী ও শিশুরা বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকটি লাইনে সারি বেঁধে রোদ মাথায় নিয়ে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। ঘন্টাব্যাপী অপেক্ষা করার পর্ব শেষে সাংসদ এসে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। ২-৩ জনের হাতে ত্রাণ দিয়ে সাংসদ চলে যাওয়ার পরই শুরু হয় ত্রাণ নিয়ে লঙ্কাকাণ্ড। সারিতে দাঁড়ানো দুস্থ লোকজন বিচ্ছিন্ন হয়ে ত্রাণের জন্য এলোপাতাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দেন। মাত্র কয়েকজন পুলিশের উপস্থিতিতে এসব দুস্থ অসহায় লোকদের সামলাতে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত ত্রাণ না পেয়ে প্রায় ৩ শতাধিক মানুষ শূন্য হাতে বাড়ি ফিরতে দেখা গিয়েছে। এদিকে পরিস্থিতি বেসামাল দেখে সাংসদের সঙ্গে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দ্রুত স্কুল মাঠ ত্যাগ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ত্রাণ নিতে আসা এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রাণ না দিয়ে আমাদের নিয়ে ছবি উঠিয়ে তামাশা করা হয়েছে। এই গরমে অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে এখন খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।